Header Image

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উন্নয়ন কল্পনাকে ও হার মানায়

 

মোঃ আনহার গাজী চৌধুরী, সুনামগঞ্জ থেকেঃ

হাওর পরিবেষ্টিত প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন সৌন্দর্যের অপুর্ব লীলাভূমি সুনামগঞ্জ, হাওর-ভাওর, নদ-নদী, খাল-ঝিল,মৎস্য পাথর ও ধানের জন্য বিখ্যাত হলেও এই এলাকার মানুষ যুগ যুগ ধরে অনেক অবহেলিত ও সুবিধা বঞ্চিত।

যোগাযোগ ব্যবস্তাবিহীন ভাবে দারিদ্র সীমানার নিছে মানবেতর জীবনযাপন করে আসছেন বেশিরভাগ মানুষই। কর্মসংস্থানের তেমন ব্যবস্তা নেই, চিকিৎসা ব্যবস্তাও ভালো নয়, সমান্য জটিল অসুখ-বিসুখ হলেই দৌড়াতে হয় সিলেটের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে।

কিন্তু মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম,এ,মান্নান এর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনেকটাই ঘুড়ে দাড়িয়েছে সুনামগঞ্জ ৩ আসন (দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর) এর জনগণ।
সুনামগঞ্জের বিভিন্ন জায়গার, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে জিজ্ঞেস করলে তারা বলেন, ভাটি বাংলার সিংহ পুরুষ এম এ মান্নান আমাদের সুযোগ্যে অভিভাবক ও দুর্দিনের কান্ডারী। এবং উন্নয়নের সুদক্ষ কারিগর। আমরা অনেক কিছু পেয়েছি তার আমলে।

তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও কতৃত্ত্বে আওয়ামীলীগ সরকার আমলে এম এ মান্নান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তুলতেছেন দক্ষিণ সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কর্মসংস্থানের জন্য টেক্সটাইল ইন্সটিটিউট, যোগাযোগের উন্নয়নের জন্য করেছেন শতসহস্র ছোট-বড় রাস্তা,ঘাট,সেতু,কালভার্ট। এবং পাগলা টু আউসকান্দি সড়ক বাস্তবায়ন কল্পে কুশিয়ারা কূলে নির্মিত হচ্ছে রাণীগঞ্জ সেতু।

অসহায় দুস্ত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে আওয়ামীলীগ আমলে চালু করা হয় বয়স্ক ও বিধবা ভাতা, মাতৃত্ত্বকালীন গর্ভভাতা এবং ন্যয্যে মূল্যে চাল বিতরণের জন্য গ্রহণ করা হয় খাদ্যবান্ধব কর্মসূচি। যাহাতে উপকৃত হয়েছে প্রতিটি ঘর, প্রতিটি মানুষ,সুপ্রসন্ন হয়েছে অনেক গরীবের ভাগ্য।

ভর্তুকী দিয়ে কৃষকদের মাঝে সার বিতরণ ও উচ্ছ মূল্যে খাদ্য গুদামে ধান গ্রহনকেও উন্নয়নের অনন্য নজীর হিসাবে আখ্যায়িত করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, মুখে কিংবা কথায় নয়,কাজেই পরিচয়।চেয়ে দেখুন,-শেখ হাসিনা সরকার আমলে এম এ মান্নান এর উন্নয়েন উজ্জ্বল দৃষ্টান্ত দক্ষিণ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউট ও রাণীগঞ্জ সেতুসহ আরোও কত কিছু।
এত অল্প সময়ে এত বড় বড় উন্নয়নমূলক কর্মকান্ড,তা কল্পনাকেও হার মানায়। এ সকলি এম এ মান্নান এবং আওয়ামীলীগের অবদান।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্হা ভাজন ও বিশ্বস্ত সহচর এম এ মান্নান তিনবারের সরকার দলীয় এমপি,প্রতিমন্ত্রী ও পুর্ণ মন্ত্রী হলেও আত্মীয় করণ-স্বজনপ্রীতি,ঘুষ- দুর্নীতি তাকে কখনোও স্পর্শ করেনি। ক্লিনম্যান খ্যাত এম এ মান্নান সদা সর্বদা মানব সেবায় রত, জনসেবায় আত্মনিবেদিত,যেন এক সত্যব্রত নভোচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!