Header Image

ধর্ষকদের শাস্তির দাবিতে  মানববন্ধন করেছেন ময়মনসিংহ জেলা মহিলা পরিষদের নিতৃবৃন্দ

রাকিবুল হাসান ফরহাদঃ 

সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ। সাভারে তরুণী হত্যা, খাগড়াবাড়ির অধিবাসী কিশোরী ও সিলেটের এমসি কলেজে গণধর্ষণকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এবং
বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে নগরীর শহিদ ফিরোজ জাহাঙ্গীর স্মৃতি চত্বরে বিকাল চারটায় শুরু হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অনুর নেতৃত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্রার ময়না, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখা’র সভাপতি এড এমদাদুল হক মিল্লাত।

এসময় বক্তারা বলেন, সকল ধর্ষকদের চিন্হিত করতে হবে। ধর্ষকরা কারো স্বজন হতে পারেনা। সকল ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা দেখি অনেকসময় আইনের ফাঁক ফোকর দিয়ে ছাড়া পেয়ে যায়। আসলে এদের খুটির জোর বেশী। নারী নির্যাতনকারী আর ধর্ষকদের সাথে আইনপ্রয়োগকারী সংস্থার সম্পর্ক থাকার কারনেই জেল থেকে ছাড়া পায় অপরাধীরা। দ্রুত সকল সকল ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানানো হয়।

এসময় জনউদ্যোগের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সেলিনা আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!