Header Image

ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।এদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।

তিনি আরও বলেন, মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহীদের মহান বাণী নিয়ে।সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতায় বিশ্বাস করত,তখন মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.) কে রহমতস্বরূপ বিশ্বজগতে পাঠিয়েছিলেন। সবধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়,অবিচার ও দাসত্বের শৃঙ্খলা ভেঙ্গে মানব সত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছেন তিনি।

নিজ যোগ্যতা,মহানুভবতা,
সহনশীলতা, কঠোর পরিশ্রম,
নিষ্ঠা ও সীমাহীন দুঃখ – কষ্টের বিনিময়ে প্রিয় নবী যে জীবনাদর্শ রেখে গেছেন,
তা অনুসরণ করে মুসলিম উম্মাহর প্রতি ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

ধন্যবাদান্তে,
মোঃ মামুন হাসান,মাননীয় বিরোধীদলীয় নেতার
সহকারী একান্ত সচিব,বাংলাদেশ জাতীয় সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!