Header Image

বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে – ড. তাজুল

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

 

বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, গ্রাম হবে শহর। আমি সেটিই টের পাচ্ছি। উন্নয়ন কর্মকান্ডগুলো আমি সরকারের কাজ বাস্তবায়ন করি, বর্তমান সরকারের উদ্যোগে উপজেলার দক্ষিনাঞ্চলে ২৩টি রাস্তার কার্পেটিং করার
কাজ চলছে। এটি আমার ক্রেডিট নয়, আমি এলাকার জন্য শুধু স্পেশালিস্ট হিসাবে
কাজ করেছি। খেলাধূলার মাধ্যমে যুব সমাজ এগিয়ে যাবে। আজকের ব্যাটমিন্টন
খেলায় কেউ হারেনি। আগে জানতাম ঢাকা শহরে সব কিছু হয়, কিন্তু এখন দেখি গ্রামেই সবকিছুই হয়। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাঁশদী এলাকায়
মনির নগর সোসাইটি আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথির
বক্তব্যে বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এর অতিরিক্ত কমিশনার
ড. মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। মনির নগর সোসাইটির সভাপতি ও
ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা: মো: আব্দুল
আউয়াল, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক মো: ফজলুল কাদের বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু সাঈদ
চৌধুরী, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ, বর্তমান সদস্য রফিকুল ইসলাম। এ
সময় অন্যান্যদের মধ্যে ডা: কামরুজ্জামান, মনির নগর সোসাইটির সাধারণ
সম্পাদক প্রভাষক মো: আসাদুজ্জামান আকন্দ, প্রধান শিক্ষক আ: রাজ্জাক দুলাল,
প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, সিটি এজেন্ট ব্যাংকিং ইনচার্জ মাকসুদা
বেগম কাকুলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন এমদাদুল
হক টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম চৌধুরী মিলন। খেলায় আবু
রায়হান মৃদুল (বাঁশদী) বনাম নগীব মেহেদি সিফাত (ভবানীপুর) এর দল। এতে আবু
রায়হানের দল (বাঁশদী) চ্যাম্পিয়ান পুরস্কার হিসাবে ৩২ ইঞ্চি এল ই ডি লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!