Header Image

“অভিনেত্রী তৌফা জাবিনকে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না”

অভিনেত্রী তৌফা জাবিন কে আর পিছনে ফিরে তাকাতে হবে না,তৌফা জাবিন–লালন কন্ঠকে বললেন–তার জিবনে বড় অভিনেত্রী হওয়ার কাহিনী.তৌফা চাপায়–নবাবগন্জের মেয়ে,ছোট বেলা থেকেই তিনি মায়ের আদরের মনি নয়নের ধন ছিলেন–এবং ছোট বেলা থেকে তার অভিনয়ের প্রতি ছিলো অকৃতিম ভালোবাসা আর শ্রদ্ধা।

তিনি ২০১০ সালে রাজশাহীর সাংস্কৃতিক কেন্দ্রের শিশু মঞ্চ থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতের হাতে খড়ি।সেখানে তিনি একটানা ছয় বছর অভিনয় করে সাফল্যতা ও অর্জন করার কারনে তিনি ২০১৬ সালে ঢাকায় প্রবেশ করেন এবং ফটো শুটের কাজ শুরু করেন,পরর্বতিতে তৌফা জাবিন নজরুল কোরাইশী পরিচালিত,খ-ফালতু নাটকে অভিনয় করার সুযোগ পান এবং নাটকটি মাছরাঙা চ্যানেলে প্রচারিত হয়।এ নাটকে তৌফা অফিস ষ্টাফের অভিনয় করেন।তারপরে তিনি সরকারী উন্নয়ন মুলক  স্টেপ তৈরির ধারাবাজিক কাজ পাই এবং তৎকালিন সময়ে বিটিভিসহ ১৫ টি চ্যানেলে প্রচারিত হয়,এবং তার পরে তৌফা ভাবহীন সুখি জিবন নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে এবং পরর্বতিতে শুটিং, ভ্যালেন্টাইন, লেডি গোয়েন্দা ছায়াছবিসহ এবং উক্ত ছায়াছবি নাটকে প্রধান চরিত্র ময়নার ভুমিকায় অভিনয় করেন এছাড়াও তৎকালীন সময়ে আরো অনেক ধারাবাহিক নাটকে কাজ শুরু করেন তৌফা।ছোট পর্দ্দায় অভিনয় করে দর্শকদের মনে সাড়া জাগিয়ে তিনি কমল সরকার পরিচালিত পাগলামী সিনেমা এবং মুহাম্মাদ জাকির খান পরিচালিত সপ্নের মাঝে তুমি–এই দুটি সিনেমায় অভিনয় করার সাথে সাথে তোফার আর পিছনে ফিরে তাকাতে হয়নি,পরর্তিতে তৌফা জাবিন অনেক সিনেমাসহ নাটকে অভিনয় করে-বর্তমানে দর্শকদের মনে সাড়া জাগিয়ে তৌফার হাজার হাজার ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি খুব তারাতারি ভারত বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন,এছাড়া ,তিনি আরো বলেন আমি দর্শকদের ভালোবাসা পেয়ে বড় হতে চাই এবং আমি অভিনয় কে সব সময় শ্রদ্ধা সম্মান করে অভিনয় করার চেষ্টা করি। আমার চরিত্রের প্রতি আমি সব সময় গুরুত্ব দিয়ে দেখি,তাই আপনারাও অভিনয়কে শ্রদ্ধা করবেন,আমি দর্শকের দোয়া ও ভালোবাসা চাই।সুতরাং অভিনেত্রী তৌফা জাবিন সর্বগুনের গুনাম্বতি নায়িকা কে দৈনিক লালন কন্ঠ পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ জিবন আরো সুন্দর হক সেই কামনা করেছেন।আগামীকাল পড়ুন-তৌফা জাবিনের বর্তমান অভিনয়ের গুনের অলৌকিক কাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!