Header Image

চাঁদাবাজির অভিযোগে ভালুকায় ৩ পুলিশ সদস্য বরখাস্ত

আনোয়ার হোসেন তরফদার:
চাঁদাবাজি অভিযোগে ময়মনসিংহের ভালুকা হাইওয়ে পুলিশের এটিএসআইসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৮ মে) দুপুরে দিকে বিষয়টি ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান  তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এক অটোরিকশার চালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এটিএসআই আবু তাহেরসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন বিভাগীয়।
উল্লেখ্য, গত ৪ মে রাতে রিকশা চালিয়ে ৬শ টাকা ইনকাম করে শামীম। পরে কয়েক জন পুলিশকে থানার সামনে নামিয়ে দিয়ে যখন শামীম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে ইউটার্ন নেই ঠিক সে সময় কিছু হাইওয়ে পুলিশ তাকে থামায় আর অটোরিকশাটি তারা নিয়ে যাবে। এক পর্যায়ে হাইওয়ে পুলিশ ওই চালকের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর রিকশা চালক অনেক কাকুতি মিনতি করে হাইওয়ে পুলিশকে বলে স্যার আমি সারাদিন রোজা থেকে কাজ করতে পারি না। তাই ইফতারের পর থেকে ৬শ টাকা পেয়েছি। টাকা দিয়ে চাল ও ঢাল কিনবো, কিন্তু তার কোন কথায় শুনলো না। শেষ পর্যন্ত চালকের কাছে আগের ১শ টাকা ছিল আর ইনকামের ৬শ টাকাসহ মোট ৭শ টাকা হাইওয়ে পুলিশকে দিয়ে অসহায়ের মতো রিকশাটি নিয়ে খালি হাতে বাড়িতে ফিরে না খেয়ে রোজা রাখেন ওই রিকশাওয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!