Header Image

লোহাগাড়া থানার পৃথক পৃথক অভিযানে ২টি অস্ত্র সহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-৭

 

ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছথেকে ২টি দেশীয় তৈরী অস্ত্র, ২১ হাজার ২’শত সহ মোটর সাইকেল ও প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার বড় মহেশখালী এলাকার নিজতালুক পাড়া এলাকার মুহাম্মদ ফোরকানের পুত্র মফিজ উদ্দীন প্রকাশ জাহাঙ্গীর (২৭), ময়মনসিংহ উজানগড়া এলাকার মৃত শাহাব উদ্দিনের পুত্র কাজল মিয়া (৪০), লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া তৈয়ব হাজির বাড়ীর তৈয়ব শাহের পুত্র ইরফানুল হক রনি (২৮), চট্টগ্রাম বোয়ালখালী ফতেরখীল পাড়া এলাকার মৃত শহীদ উল্লাহ’র পুত্র কাউচার প্রকাশ আবুল হোসেন (৪০), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আবদুর রহিমের পুত্র জুবাইর (৩১) হবিগঞ্জ মাধবপুর এলাকার সুরুত আলীর পুত্র ফজল মিয়া (৫০), উখিয়া রাজাপালং আলি চানের পুত্র আতিকুর রহমান (২৫)।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পৃথক অভিযানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্হানে লেগুনা গাড়িতে তল্লাশি চালিয়ে মফিজুর রহমানের কাছথেকে ২টি দেশীয় তৈরী অস্ত্র, চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে কাজল মিয়ার কাছথেকে ৫ হাজার পিচ ইয়াবা,একই স্পটে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে রনির কাছথেকে ১০ হাজার পিচ ইয়াবা, মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আতিকুর রহমান ও আবুল হোসেনের কাছথেকে ৪ হাজার ১’শত পিচ এবং একই স্পটে জুবাইরের কাছে তল্লাশি চালিয়ে ২১০০ পিচ ইয়াবা, মোট ২১ হাজার ২’শত পিচ ইয়াবা সহ মোট ৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে অস্ত্র আইনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!