Header Image

ক্ষীরু নদী

*ক্ষীরু নদী*

      কবিঃ আরিফুজ্জামান।

তুমি ক্ষীরু নদী রূপের আকর
এক মায়াবতী কান্তি.
তোমারি বুকেতে স্নান সন্তরণে
লাগে হে পরম শান্তি।

তোমায় নিয়ে -সেই তোমারি সনে
শৈশবেরি প্রিয় স্মৃতি.
আজো মনেপড়ে প্রতি ক্ষণেক্ষণে
তোমার দেওয়া প্রীতি।

গ্রীষ্মের সেই ক্ষেপা রোদের তাপে
গাত্র প্রজ্জ্বলিত যবে.
ছুটিয়া গিয়েছি তোমারি বুকেতে
শীতল হয়েছি তবে।

তোমার গুণেরি শেষ নেই কভু
হে মোর প্রিয় নদী.
চাষা কৃষাণী আর জেলে জেলানি
তব প্রেমে সবে বন্দী।

উদরে তোমারি বসত করে যে
অযুত রূপের মাছ.
খলিশা মাছ আর পুঁটি মাছের
হরেক রকম সাজ।

বসন্ত কালেতে নদীর তীরেতে
সজ্জীভূত হয় নীর.
ঝরনা ফুলেরা সুবাস ছড়িয়ে
করে মৌমাছিরা ভীড়।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!