Header Image

ফুলবাড়ীয়া হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপন উদ্বোধন 

সাইফুল ইসলাম তরফদার, ফুলবাড়িয়া ঃ
ময়মনসিংহের  ফুলবাড়ীয়ায় হেল্পলাইনের উদ্যোগে  প্রকৃতি রক্ষায়  বৃহস্পতিবার বিকেলে পৌরসদরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধ চত্বরে  বৃক্ষরোপণ করা হয়।   বিভিন্ন ফুলের  সৌন্দর্যবর্ধক গাছের চারা উপজেলায়  দুই মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ডাঃ মোঃ কুতুব উদ্দিন আইবেক।
জানাযায়, উপজেলার  বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা  হাসপাতাল,  মক্তব, উপজেলা পরিষদ এলাকা, রাস্তার আশপাশে ব্যাপক হারে  বিভিন্ন বনজ, ফলজ ওফুলের গাছ লাগানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া হেল্প লাইনের এডমিন আদনান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  হেল্পলাইনের এর সদস্য শাকিল চৌধুরী, লিমন, মোর্তুজা, সাদিয়া, রাফসান,সাকিল,ফুয়াদ,
শাপলা,সাবিনা,মোমেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,   ফুলবাড়ীয়ার পরিবেশ রক্ষায় আমরা  হেল্পলাইন পরিবার বদ্ধপরিকর।আমরা চাই আমাদের কে দেখে অন্যরা উৎসাহিত হয়ে বেশি করে চারপাশে গাছ লাগাক ও পরিবেশ রক্ষায় সহযোগিতা করুক।ফুলবাড়ীয়া হেল্পলাইন৷ করোনার ক্রান্তিলগ্নে গরীব মানুষদের ত্রাণ দেয়া,মাস্কবিতরন,স্যানিটাইজার,বিভিন্ন সচেতনতামূলক লিফলেট,ফ্রী মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে ইতোমধ্যে ময়মনসিংহ জেলার শীর্ষ স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে প্রশংসা কুরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!