Header Image

ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের সাথে পুলিশের সখ্যতা

বিশেষ প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের সাথে থানা পুলিশের সখ্যতা গড়ে তোলার অভিযোগ উঠেছে । ভাঙ্গার এই প্রতারক চক্রের মূল হোতা রফিকুজ্জামান রফিক ।

রফিকের নেতৃত্বে রয়েছে ৩০ থেকে ৩৫ জন চক্রের সদস্য । পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানে এরা গ্রেফতার হলেও বেরিয়ে এসে আবারও বিকাশ প্রতারণায় যুক্ত হয় । অভিযোগ রযেছে ভাঙ্গা থানার ওসি সৈয়দ লৎফুর রহমানের সাথে যোগসাজোশ ও সখ্যতা রয়েছে চক্রের। চক্রের সদস্যদের হরহামেশাই থানা ক্যাম্পাসে সময় কাটাতে দেখা যায় ।

ভুক্তভোগী মহল ও এলাকাবাসী চক্রের প্রধান ও সদস্যদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন । ইউএনও বিষয়টি থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের কাছে এদের ভাঙ্গা পার্টি নামে কোডনেম রয়েছে। বিকাশ খুবই স্মার্ট। তারা স্মার্টফোনে এমন কিছু অ্যাপ ব্যবহার করতে পারদর্শী, যেগুলো দিয়ে মোবাইলের কলার আইডি গোপন রাখা বা বদলে ফেলতে পারে। ব্যাংকের ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড কিংবা অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা তথ্য পর্যন্ত হাতিয়ে নেয় এরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!