রংপুর

বিরামপুরে সরকারী চাল পাচারকালে একজনের কারাদন্ড

ছামিউল ইসলাম আরিফ,হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের বিরামপুরে খাদ্যবান্ধব কর্মসুচির চাল পাচারকালে ৬ বস্তা চালসহ সুলতান মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালত এই ঘটনায় তাকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। সুলতান ওই এলাকার ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার। এই ঘটনায় মোতাহারের ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ। সোমবার খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় বিরামপুরের দিওর ইউনিয়নের বিতরনের জন্য বরাদ্দ চালের মধ্যে ৬ বস্তা চাল অন্যত্র পাচারকালে এলাকাবাসী চালসহ সুলতানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুলতানকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এসময় ডিলার মোতাহার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় মামলার প্রস্ততি নিচ্ছে খ

সকলের মায়া ছেড়ে চলে গেলেন রংপুরের ডাক্তার মতিয়ার রহমান

  রংপুর প্রতিনিধি : অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল কে কাঁদিয়ে চিরস্থায়ী ভাবে চলে গেলেন রংপুরের সুপরিচিত সকলের প্রিয় মুখ ডাক্তার মোঃ মতিয়ার রহমান। তিনি ছিলেন অসুস্থ মানুষের বিশ্বাস আর আস্তার প্রতীক। তার দীর্ঘ সময়ের  কর্মময় জীবন ছিলো মানব সেবার অন্যতম দৃষ্টান্ত। তিনি ছিলেন সকল শ্রেণীর মানুষের জন্য বিপদের সাথী। তার কর্মময় জীবন এখন সকল মানুষের কাছে স্মৃতিময় ভালোবাসার গল্প ছাড়া কিছু নয়। তার অকাল মৃত্যুতে এলাকায় এখন শোকের ছায়া। তিনি চলতি মাসের ৭ তারিখে   রংপুর সিও বাজারে অবস্থিত  তার নিজ বাড়িতে রাত ৩টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে পরিবারের লোকজন দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা চলমান থাকে এমতাবস্থায় ১০ এপ্রিল রাত ৩টার দিকে হার্টব্লক করায় তিনি  শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটের উসমানপুর এলাকায়। তিনি

করোনা প্রতিরোধ মোকাবেলায় মানুষের কল্যাণ  কাজ করছেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নীলু

কামরান হাবিব (রংপুর) : যেখানে করোনা ভাইরাস আক্রান্ত করেছে গোটা বিশ্বকে সেখানে মানবতার জাগরণের বিকল্প বলতে কিছু নেই।এমন এক বাস্তবতার কথা উপল‌দ্ধি করে বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাবেক এাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নীলু নিজেস্ব চেতনায় জাগ্রত হয়ে  পাটগ্রাম পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড এবং তার নিজ গ্রামের বাড়ি কালিরহাটসহ বিভিন্ন এলাকায় ১শত টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও তিনি পাটগ্রাম পৌরসভার  ৪ ও ৫ নং ওয়ার্ডের দুই কাউন্সিল ও সূধীজনদের সাথে নিয়ে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায়  ৩ শতাধিক অতিদরিদ্র অসহায় মানুষের মাঝে গুণগতমানের জরুরি  খাদ্য সামগ্রী  সরবরাহ করেছেন তিনি।  প্রায় ১লাখ ৫ হাজার টাকা ব্যয়ে   চাউল, ডাল, আলু, লবণ, তেল, চিরা, গুড় ও সাবান একএিত করে প্যাকেট প্রস্তুত করে অতিদরিদ্র মানুষ গুলোর হাতে পৌছিয়ে দিয়েছিলেন।

সাংবাদিক আরিফুলকে গ্রেফতারের প্রতিবাদে হিলিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে অন্যায় ভাবে গভীর রাতে তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে দিনাজপুরের হিলিতে। গতকাল রোববার বেলা ১১ টায় হিলি সিপি রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল প্রমুখ। বক্তারা, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী ম্যাজিষ্ট্রেটদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৮ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও দোয়া খায়ের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, আওয়ামীলীগ নেতা তুহিন মল্লিক বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, ছাত্রলীগের সাধারণ সম্পাক মাহাবুব হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিলিতে চাঁদাবাজীর অভিযোগে এ এস আই অাটক

দিনাজপুরের হিলিতে চাঁদাবাজির অভিযোগে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক পুলিশের এএসআইকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। সোমবার রাতে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদৎ হোসেন রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং ৪ এপিবিএন বগুড়ার এএসআই পদে কর্মরত আছেন। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত ১লা মার্চ বিকেলে হাকিমপুর থানার চকচকা গ্রামে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করে এবং তার নিকট চাঁদা দাবী করে। একপর্যায়ে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখায়। পরে তাদের কথামতো রাজি হয়ে আরমানের স্ত্রী তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠায় । টাকা পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা আরমান আলীকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বিষয়টি নিয়ে গতকাল সোমবার হাকিমপুর থানায় আরমান আলীর স্ত্রী তারামন বিবি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশের একটি টিম গতকাল রাতে বগু

হিলি স্থলবন্দরে বেড়েছে পাথর আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে আমদানি করা পাথর । দেশের বড় বড় প্রকল্পে ব্যবহার করা হচ্ছে এই পাথর। হিলিতে পাথর আমদানিকে কেন্দ্র করে, গড়ে উঠেছে পাথর বেচা-কেনার বিশাল বাজার। এখানে প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার পাথর। পাথরে ছেয়ে গেছে হিলি স্থলবন্দরের পানামা ওয়ার হাউজের মাঠ। ওয়ার হাউসটির এক তৃতীয়াংশ জায়গা জুড়ে শুধু পাথর আর পাথর। প্রতিদিনই বাড়ছে ভারত থেকে পাথর আমদানির পরিমান। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত পাথর। দেশের পাথরের চাহিদা পুরনের জন্য একটি বড় অংশ এখন আমদানি করা হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। পাকুর জাতের এসব পাথর আমদানি হচ্ছে ভারতের ঝাড়খান্ড রাজ্য থেকে। আর এসব পাথর পদ্মা সেতু তৈরীসহ দেশের বিভিন্ন রাস্তা-ঘাট নির্মানে ব্যবহার করা হচ্ছে। হিলি স্থলবন্দরের পাথর আমদানিকারকরা জানান, পাথর আমদা

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ এর বৈঠক

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি টিপিএস সিদু নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খাঁন তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে হিলি আইসিপি ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসেন। বিজিবির পক্ষেও ১৬ সদস্য ওই সৌজন্য সাক্ষাত বৈঠকে অংশ গ্রহন করেন। বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খাঁন বলেন, সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে উভয় বাহিনী দায়িত্ব পালন করা, সীমান্ত হত্যা, মাদক সহ সকল প্রকার চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধে ফলপ্রসু আলোচনা হয়েছে।

হিলিতে পরিত্যক্ত মাইন ও গ্রেনেড উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় পুর্বপাড়া একটি নতুন বাড়ি খনন করার সময় একটি গ্রেনেড মাইন উদ্ধার করেছে পুলিশ। বোয়ালদাড় গ্রামের উদ্ধার করা গ্রেনেড মাইন মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক আকন্দ জানান, রবিবার বৈকালে তারা সেখানে নতুন বাড়ি মাটি খুড়তে গেলে ধাতব কিছু বস্তু পায়। এ সময় স্থানীয় জনতা বোমা সদৃশ্য বস্তুগুলো দেখে থানায় খবর দেয়। পরে বৈকাল ৫টার দিকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

হিলি সীমান্তে ফিরোজ নামের ভূয়া বিজিবি আটক

দিনাজপুরের হিলি সীমান্তের চেক পোস্টে ফিরোজ আলী খাঁন রাজ (২৯) নামের ভূয়া বিজিবি সদস্যকে আটক করেছে হিলি আই সিপি ক্যাম্পের চেক পোস্ট কমান্ডার নায়েক রাকিব হাসান। আটককৃত ফিরোজ জয়পুরহাট সদর চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে। হিলি আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান জানান, আজ রবিবার দুপুরে চেকপোষ্টে ফিরোজ আলী খাঁন রাজ নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেয় এ সময় তার গতিবিধি সন্ধেহ হলে তার পরিচয়পত্র দেখতে চাইলে সে ভুয়া পরিচয় পত্র বাহির করে। এসময় কর্তবরত বিজিবি নায়েক রাকিব হাসান তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ্দ করেন।
error: Content is protected !!