ড্রোন প্রযুক্তিতে রমজানের চাঁদ অনুসন্ধান: প্রথমবারের মতো উদ্যোগ নিল সংযুক্ত আরব আমিরাত

ড্রোন প্রযুক্তিতে রমজানের চাঁদ অনুসন্ধান: প্রথমবারের মতো উদ্যোগ নিল সংযুক্ত আরব আমিরাত

বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন ব্যবহার করে রমজান মাসের চাঁদ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির ফতোয়া কাউন্সিল এই সিদ্ধান্তের কথা জানায়। চাঁদ দেখার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত ড্রোন ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, এ বছর ১ মার্চ থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। তাদের হিসাব অনুসারে, ২৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সহজ হবে। তবে চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে রোজা শুরু হবে।

অস্ট্রেলিয়ায় আগেই রমজানের ঘোষণা

অন্যদিকে, আনুষ্ঠানিকভাবে সবার আগে রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ জানিয়েছেন, দেশটিতে ১ মার্চ থেকে রমজান শুরু হবে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভৌগোলিক অবস্থান ও টাইম জোনের পার্থক্যের কারণে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যান্য দেশের আগে রমজান শুরুর ঘোষণা দিতে পারে। দেশটির পার্থ ও সিডনিতে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রোন ও এআই প্রযুক্তির ব্যবহার ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সূত্র: খালিজ টাইমস





error: Content is protected !!