বিমানে না উঠেও সেই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ গেল পরিচালকের আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু গুজরাটি নির্মাতা মহেশ কালাওয়াডিয়ার

আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে না উঠেও প্রাণ হারালেন গুজরাটি পরিচালক মহেশ কালাওয়াডিয়া ওরফে মহেশ জিরাওয়ালা। গত ১২ জুন থেকে নিখোঁজ ছিলেন ৩৪ বছর বয়সী এই উদীয়মান নির্মাতা। ওইদিন সকালে আহমেদাবাদের ল গার্ডেন এলাকা থেকে কাউকে দেখতে বেরিয়েছিলেন তিনি। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

পরিবার যখন খোঁজে ব্যর্থ হয়ে থানায় মিসিং ডায়েরি করে, তখন তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় ১০০টিরও বেশি সিসিটিভি ফুটেজ। পরে মহেশের মোবাইল ফোনের শেষ লোকেশন মেলে দুর্ঘটনাস্থলের মাত্র ৭০০ মিটার দূরে। একই সময় শাহিবাগ এলাকায় পুড়ে যাওয়া একটি স্কুটার থেকে পাওয়া যায় গুরুত্বপূর্ণ ক্লু। ইঞ্জিন ও চ্যাসিস নম্বর যাচাই করে জানা যায়, সেটি মহেশ জিরাওয়ালার নামে রেজিস্টার করা।

তবে পরিবার তখনও আশা ছাড়েনি। তারা বিশ্বাস করছিল, মহেশ ফিরেই আসবেন। কিন্তু সেই শেষ আশাটুকু ভেঙে দেয় ডিএনএ রিপোর্ট। পুড়ে যাওয়া দেহাংশের নমুনা মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহেশই।

গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান মুখ ছিলেন মহেশ কালাওয়াডিয়া। চিত্রনাট্য লেখা, প্রযোজনা ও পরিচালনায় নিয়মিত কাজ করছিলেন তিনি। সামনে তার বেশ কয়েকটি নতুন প্রজেক্ট ছিল, যা আর বাস্তবায়ন হবে না। পরিবার জানিয়েছে, “তিনি সবসময় স্বপ্ন নিয়ে বাঁচতেন, কাজ নিয়েই মগ্ন থাকতেন। আজও বিশ্বাস হচ্ছে না, তিনি আর নেই।”

আহমেদাবাদের ওই ভয়াবহ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় শুধু বিমানে থাকা যাত্রী নয়, বিমানের বাইরেও কেড়ে নিয়েছে প্রাণ—নিয়তির নির্মম পরিহাসে থেমে গেল এক সম্ভাবনাময় জীবনের পথচলা





error: Content is protected !!