‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে ইরান-তুরস্ক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আঙ্কারা। যদিও এখন পর্যন্ত তুরস্কে ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অজ্ঞাতনামা সূত্র।

সূত্রটি আরও জানায়, দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থার সাহায্যে তুরস্ক বহুস্তরবিশিষ্ট সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য— সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখা।

এছাড়া, ইসরায়েল ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়। আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এখনও এসব যুদ্ধবিমান সীমান্ত এলাকায় টহল চালাচ্ছে।





error: Content is protected !!