Header Image

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর র্যালী।

 

আরিফ রববানীঃ

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে মাদকে রোখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এই শ্লোগান নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বিশাল র্যালী অনুষ্ঠিত হয় । ৫ই জানুয়ারী সকাল ১০ঘটিকা র্যালীটি নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে । রেলীতে অংশগ্রহণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও
সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান। র্যালীতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী বিভিন্ন স্তরেব ব্যক্তি বর্গরা অংশ গ্রহন করে মাদকের বিরুদ্ধে অবস্থান নেন।

কর্মসুচীর অংশ হিসাবে প্রিমিয়ার আইডিয়াল স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ আয়োজন করা হলে এতে স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন মাদকের বিরুদ্ধে শপথ পাঠ করে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানেরসভাপতিত্বে আলোচনা সভায়
বিশেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার” (ভূমি) ময়মনসিংহ সদর এম সাজ্জাদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়্যা, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের চাঁন মিঞা সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!