মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
এই কঠিন শীতে মানুষের বেচে থাকা খুব ওই কঠিন।
তারপরও মানুষ গরম কাপর পরিধান করেই বেচে আছে, গরম কম্বর ব্যাবহার করে রাতগুলো শান্তিতে কাটাচ্ছে,কিন্তু কি সবাই এভাবেই চলছে? না এভাবে সবাই চলতে পারছে না।
আমাদের সমাজে আমাদের আশেপাসে অনেক দরিদ্র মানুষ আছে, যারা এই শীতের মধ্যে শান্তিতে বসবাস করতে পারছে না। এই শীতেও সারাদিন কঠোর পরিশ্রম করে বাসায় এসে, তারা শান্তির ঘুম দিতে পারছে না, শুধু মাত্র এই শীতে, শীত বস্ত্রের অভাবে। আর এমন দুখী মানুষদের পাশে দারানোর মতো লোক এখন লাখে একজন থাকে। আর সেই একজন ব্যাক্তির নামে শীত বস্ত্র বিতরণ করলেন যার নাম মরহুম আলহাজ্ব মাসুক মিয়া।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুক মিয়ার স্মরণে আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্ট- এর উদ্দোগে আজ ০৫-০১-২০২০ইং সকাল ১১ঘটিকায় টংগর মরহুম আলহাজ্ব মাসুক মিয়ার বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সুজন মিয়ার সভাপতিত্বে ও গীতিকবি আনহারগাজী চৌধুরীর পরিচালনায় শীত বস্ত্র বিতরণ করা হয়।