Header Image

ময়মনসিংহে ৮,৯৩,৬৮৩ জন শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

 

ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন আগামী ১১ জানুয়ারি ২০২০. ইং তারিখে উদযাপিত হবে। এই দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করতে ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ এ.বি.এম মসিউল আলম এর সভাপতিেত্বে সিভিল সার্জন কনফারেন্স হলে ৭ জানুয়ারী মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় । জেলা ই.পি.আই সুপার মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে দিবসটির উপর বিস্তারিত বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক ডাঃ মোঃ কামাল উদ্দিন । সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন ও অমিত রায়সহ ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন ।

উল্লেখ্য – জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ১১ই জানুয়ারী এবার ময়মনসিংহে মোট ৮,৯৩,৬৮৩ জন শিশুর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন ১টি লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। ৩৬৯৪ টি টিকাদান ক্রেন্দ্রে ১ম সারির ৪৫১ জন ও ২য় সারির ১৪৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ এ.বি.এম মসিউল আলম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!