কালিয়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের বড় কালিয়া গ্রামে ৮( জানুয়ারি) বুধবার দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার প্রায় পঞ্চাশ মতুয়া দলের অংশগ্রহণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।বড় কালিয়া হরিমন্দির কমিটির আয়োজনে অধিবাস, ধর্মালোচনা ও কীর্তনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন দেবত ঠাকুর,শ্রীরাম ওড়াকান্দি
পুরিহিত করেন পরিক্ষিত গোশাই, সভাপতি মতুয়া সংঘ নড়াইল, চারুবালা বিশ্বাসের পরিচালনায় মতুয়া সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অষোক ঘোষ, ১নং ওয়ার্ড কমিশনার অষিত কুমার ঘোষ প্রমুখ।
ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন নিরঞ্জন কুমার ঘোষ, নিতাই গোঁসাই, শিবপ্রসাদ দাশ, নবকৃষ্ণ বিশ্বাস, সুনীল বিশ্বাস, রতন বিশ্বাস, দেবব্রত চৌধুরী দেবু, কমল সরকার, সুবোল চন্দ্র রায়,অনুষ্ঠানের আয়োজক শ্রী হরিচান চন্দ্র ঘোস জানান, নড়াইল, খুলনা সহ পার্শ্ববর্তী জেলার ৫০টি মতুয়া দলকে আমন্ত্রণ জানানো হয়। মতুয়া দলের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দদের আগমন ঘটে। মহাসম্মেলনে আগতদের জন্য আপ্যায়ণের ব্যবস্থার হয়। মতুয়া মহাসম্মেলনকে ঘিরে বড় কালিয়া হরিমন্দির প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়