কালিয়া(নড়াইল)প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলের কালিয়ায় গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, প্রমাণ্যচিত্র প্রর্দশনী, আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কম্পেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে পুষ্পার্ঘ্য অর্পণে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফকির মুশফিকুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক সভাপতি তরিকুল ইসলাম মুন্নু, মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারন সম্পাদক এস এম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ ইব্রাহিম, মোজাম্মেল হোসেন প্রমুখ। উল্লেখ্য, পাকিস্তানের কারাগারে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।