
ষ্টাফ রিপোর্টারঃ
বাঙ্গালী জাতির অভিসংবাদিত নেতা,মহান মুক্তিযোদ্ধের অগ্রনায়ক,স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচি ময়মনসিংহে কাউন্টডাউন মঞ্চ শুরু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের সাথে সাথে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়েও ক্ষণগণনা কর্মসূচি শুরু হয়।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নাজিম উদ্দিন আহমেদ এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের ( মসিক) মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড, গাজী হাসান কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ ও এ এইচ এম লোকমান, অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিন ১৪ অধিনায়ক লেঃ কর্ণেল ইফতেখার উদ্দিন, বিজিবি অধিনায়ক লেঃ শহীদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড, জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাড, মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, অ্যাড, কবির উদ্দিন ভূইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ আহবায়ক লায়ন ড, মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক দিলরুবা শারমিন এবং মসিক উদযাপন কমিটির আহবায়ক শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কাউন্টডাউন (ক্ষণগণনা) মঞ্চের উদ্বোধন করেন।