আরিফ রববানীঃ
মহান স্বাধীনতার স্থপতি,মুক্তিযোদ্ধের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের নেতৃত্বে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীর পুলিশ লাইনে চেতনায় অম্লান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান ।
শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সভাপতি এড জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামিলীগ,জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা এসময় উপস্হিত ছিলেন।
পরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।
উল্লেখ্য- ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্বের সময় পাকিস্তানের হাতে বন্ধী ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ১০ জানুয়ারী তিনি দেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই দিনটিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করেন।