ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শিশুদের মুত্যুর ঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন ক্যাপস্যল খাওয়ানোর উদ্ভোধন করলেন, তরুণ রাজনীতিবিদ, আওয়ামিলীগ নেতা,উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনাছুজ্জামান আনিছ। ১১ জানুয়ারী সকালে পৌরসভার করিডোর ক্যাম্পেইনসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ক্যাম্পেইন পরির্দশন করে শিশুদেরকে টিকা খাওয়ান তিনি। এর আগে গত ৯ ও ১০জানুয়ারী মাইকিং করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য পৌরবাসীকে অবগত করান মেয়র। এছাড়াও পৌর শহরে শিশু স্বাস্থ্য সচেতনায় মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের ব্যপক সুনাম রয়েছে।