মোঃ মাসুদ মিয়াঃ
শনিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ
চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে
শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী
অফিসার (অতিরিক্ত দায়িত্ব), শেখ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর
আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল
আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা তাজুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান
আনাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রাণী রায় প্রমূখ।
পরে উপজেলা পরিষদ চত্বরে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাফিজুর রহমানের
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক স্থির চিত্র
প্রদর্শন করা হয়।