
আরিফ রববানীঃ
ময়মনসিংহের সদরে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, সহকারি কমিশনার (ভূমি) এম সাজ্জাদুল হাসান, ওসি নজরুল ইসলাম, পিআইও মনিরুল হক ফারুক রেজা। প্রমুখ। শোভাযাত্রায় অন্যান্যদের মাঝে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।