ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কর্মসূচির উদ্ধোধন করলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সিভিল সার্জনের আয়োজনে আয়োজিত এই এ প্লাস ক্যাম্পেইন কর্মসুচীর উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ বি এম মসিউল আলমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উদ্ভোধনী বক্তব্যে- জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন-বর্তমান সরকার প্রতিটি শিশুর মৃত্যু ঝুকি কমাতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন।
উল্লেখ্য – জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ১১ই জানুয়ারী শনিবার ময়মনসিংহে মোট ৮,৯৩,৬৮৩ জন শিশুর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন ১টি লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়। ৩৬৯৪ টি টিকাদান ক্রেন্দ্রে ১ম সারির ৪৫১ জন ও ২য় সারির ১৪৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ এ.বি.এম মসিউল আলম।।