বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে ময়মনসিংহের সদর উপজেলাবাসীকে ১৩ই জানুয়ারি সোমবার বাংলাদেশ সরকার ঘোষিত ১দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালনের আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান।
১২ই জানুয়ারী রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ বিধি অধিশাখার জারীকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার ঘোষিত এই একদিনের শোক পালনের বিষটি নিশ্চিত করেছে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব সাইদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওমানের সুলতানের মৃত্যুতে আগামীকাল সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ দেশের সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং সরকারী, আধা সরকারী,সকল পযায়ের প্রতিষ্ঠান, বিদেশস্হ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য-গত ১০ জানুয়ারী শুক্রবার ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ (৭৯) মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত এই একদিনের শোক পালন করার জন্য ময়মনসিংহ সদরের সকল মসজিদ,মাদ্রাসা,সরকারী-বেসরকারীসহ সকল পর্যায়ের প্রতিষ্ঠান গুলোকে সরকারের পক্ষ থেকে আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান।