Header Image

গৌরীপুরের সাঈম বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে চ্যাম্পিয়ান

জাতীয় শিশু পুরস্কার ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে দীর্ঘলাফে মোঃ সাঈম চ্যাম্পিয়ান হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি/২০২০) ময়মনসিংহ জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।
বিভাগীয় পর্যায়ে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মোঃ সাঈম দীর্ঘ লাফে চ্যাম্পিয়ান হয়েছে। সে গোপীনাথপুর গ্রামের কৃষক মোঃ ওয়াহেদ আলী ও গৃহিণী মোছাঃ নুরজাহানের পুত্র। ৪র্থ শ্রেণির ফাস্টবয়। চ্যাম্পিয়ান হওয়ায় অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন, আশা করি জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ান হবে।
সাঈম গৌরীপুর উপজেলার ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের খেলায়াড় ও জেলা পর্যায়ের ১৩টি উপজেলার প্রতিযোগির সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বুধবার ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার প্রতিযোগির সঙ্গে চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!