ষ্টাফ রিপোর্টারঃ
মাদক-দুর্ণীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী ও আপোষহীন ভুমিকা নিয়ে সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে অন্যতম সাংবাদিক সংগঠন ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব-এর সভাপতি, সুবর্ণ বাংলা পত্রিকার প্রকাশক-সম্পাদক আরিফ রেওগীরের নেতৃত্বে প্রেসক্লাব কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ ময়মনসিংহ বিভাগীয় পুলিশের মেধাবী ও চৌকস অফিসার, রাজারবাগ থেকে পুলিশের জরুরী পুলিশিং সেবা ৯৯৯ এর ডিজিটাল সেবার আবিস্কারক, নবাগত রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর-রশিদের সাথে বুধবার সকাল ১০টায় ডিআইজি’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
নবাগত ডিআইজি এসময় জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এসময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ (পিপিএম-সেবা)- বলেন- আইনশৃঙ্খলার উন্নয়ন তাৎক্ষণিকভাবে পুলিশি ডিজিটাল সেবার লক্ষে ইউরোপে-৯১২, আমেরিকা-৯১১ এর সেবা চালু আছে। বাংলাদেশ পুলিশেও জনগনকে জরুরি সেবা দিতেও ডিজিটাল পুলিশি সেবা ৯৯৯চালু আছে। তাৎক্ষণিকভাবে পুলিশ পাওয়ার ডিজিটাল সেবা ৯৯৯ সম্পর্কে জনগণকে অবগত করতে লেখনির মাধ্যমে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন- মুজিববর্ষে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় থাকবে। এখন থেকে ময়মনসিংহে খোলা আকাশের নিচে থানার গেইটের সাথে ছাউনির ভিতর জিডি এন্ট্রিসহ পুলিশি সেবা দেওয়ার বিষয়টি চালু করা হবে। তাছাড়া পুলিশে জরুরী ফোন নাম্বার ৯৯৯ এ কল করলে দ্রুত গতিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে যাবে। সকলেই যদি এই ৯৯৯ কে গুরুত্ব দেন তাহলে যে কোন অপরাধ সহজেই কমে আসবে। তিনি বলেন-সরকারের প্রতিটা উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে পৌছে দিতে পুলিশ সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় নেতৃবৃন্দ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ (পিপিএম-সেবা) কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।এসময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।
মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার প্রতিপাদ্য তুলে ধরে ডিআইজি বলেন, সন্ত্রাস,চাঁদাবাজ,
মাদক,বাল্যবিবাহ, জঙ্গিবাদ নির্মুলের মাধ্যমে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে ডিজিটাল পুলিশিং সেবা ৯৯৯ সম্পর্কে জনগণের মাঝে তুলে ধরতে পারলেই জনগণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে।
সৌজন্য সাক্ষাতকালে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব নেতা সাংবাদিক শুধাংসু কুমার সরকার, আবুল হোসেন পাশা,আরিফ রববানী,নাজিম উদ্দীন আহমেদ,জহির খান সুজন,তোফায়েল আহম্মদ,মোকাম্মিল হোসাইন,ইসরাত জাহান, জাহাঙ্গীর আকন্দ,মশিউর রহমান, আবুজর গিফারী জাফর,মোঃ মফিদুল ইসলাম লাবলু,ছোটন মিয়া,নজরুল ইসলাম জুয়েল,শেখ সাদী মাসুম,আবু সাঈদ,এম.মারুফ হোসেন,টুম্পা সরকার,মারুফ হোসেন,সোহেল মিয়াসহ ময়মনসিংহে বিভিন্ন পত্রিকায় কর্মরত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন