Header Image

সড়ক দুর্ঘটনায় তিথি পালের মৃত্যুতে শোক র‌্যালি

 

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্রী তিথি পালের মৃত্যুতে শোক র‌্যালি করেছে প্রতিভা শিক্ষা পরিবারসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই শোক র‌্যালি গৌরীপুর পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রতিভা শিক্ষা পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় তাঁরা নিরাপদ সড়কের দাবি, ঘাতক ট্রাকচালকের সর্বোচ্চ শাস্তিসহ বিভিন্ন প্লেকার্ড, ব্যানার প্রদর্শন করেন।
গত সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গৌরীপুর বাজারের পাট মহাল এলাকায় ট্রাকচাপায় মেধাবী ছাত্রী তিথি পালের মৃত্যু হয়। তিথির বাবার নাম রঞ্জন কুমার পাল।সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিথি পাল তার বান্ধবীর সঙ্গে কোচিংয়ে যাওয়ার পথে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়। তারপর এলাকাবাসী ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!