আরিফ রববানীঃ
ময়মনসিংহে পারিবারিক কলহের জের ধরে মা- মেয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে বলে জানা গেছে। নিজের মা ও বোনকে বাচাঁতে গিয়ে আহত হয়েছেন একই দম্পতির আরেক মেয়ে লাবণ্য। স্ত্রী-সন্তান কে হত্যা করে পালিয়েছে শফিকুল ইসলাম শাহিন নামক সেই ঘাতক।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ফকিরবাড়িতে এ ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার খাগডহর ইউনিয়নের ফকিরবাড়ির শফিকুল ইসলামের স্ত্রী রুমা আক্তার (৩৮) ও মেয়ে নাফিয়া আক্তার।
আহত মেয়ে সাদিয়া আক্তার লাবণ্যকে (২১) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী ও এক সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন শফিকুল ইসলাম শাহিন। এ সময় মা- বোনকে বাঁচাতে গিয়ে আহত হন সাদিয়া আক্তার লাবণ্য। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ। মরদেহ ময়নাতদেন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।