
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তারই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি খানমের নেতৃত্বে অভিযানের অংশ হিসাবে ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার ময়মনসিংহে সদর উপজেলার বিভিন্ন অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিনি নিয়ম ও আইন বহির্ভূত ভাবে ইট ভাটা স্থাপনের অভিযোগে ০৯টি ইট ভাটাকে ইট ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ও ৬ ধারা লংঘনের অভিযোগে মোট ১৬ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।