
কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া থানায় একটি কাটা রাইফেল সহ ২
জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে থানার কাঞ্চনপুর গ্রাম
থেতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পুরুলিয়া গ্রামের
জান্নাত সর্দারের ছেলে নয়ন সর্দার (৩০) মিনারুল শেখের ছেলে জাহিদুল
শেখ (২৮)।
পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী অভিয়ান পরিচালনায় উপজেলার বিভিন্ন
স্থানে চেকপোষ্টের মাধ্যমে তল্লাসি অভিযান পরিচালনা করা হয়। এসময়
তাদের আচরন সন্ধেয়জনক হওয়ায় তাদের তল্লাসি করে একটি দেশি অস্ত্র (
কাটা রাইফেল) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কালিয়া সহকারি পুলিশ সুপার
রিপন চন্দ্র সরকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় অস্ত্র
আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের ব্যবহহুত একটি
মটরসাইকেল জব্দ করা হয়েছে।