কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালিয়া উপজেলা
প্রেস ক্লাবের আয়োজনে কেক কেটে এ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা
হয়। এ উপলক্ষে কালিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাধ্য র্যালি
বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের
সামনে এসে শেষ হয়। এ সময় কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি
সাজিদুল ইসলাম শোভনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন
এশিয়ান টিভির প্রতিনিধি পারভেজ শেখ, সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র
সরকার, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া থানার
ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল শেখ, কালিয়া
উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ ইয়াসিন জনি, সাংগঠনিক
সম্পাদক হাচিবুর রহমান সহ কালিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। পরে
এশিয়ান টিভির সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।