Header Image

ত্রিশালের কাঠালে পৌর মেয়র আনিছের কম্বল পেয়ে খুশী অসহায় গরীব শীতার্তরা।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশালের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিন্নমুল অসহায় গরীব, হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরন করেছেন ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিস ।

গ্রামের অসহায় গরীব-দুঃখীদের শীতের কষ্ট নিবারনের লক্ষে ধারাবাহিক ভাবে উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন ত্রিশালবাসীর হৃদয়ের স্পন্দন, ডিজিটাল ত্রিশালের স্বপ্নদ্রষ্টা, তারুণ্যের অহংকার উন্নয়নের রূপকার, জনবন্ধু জননেতা আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান ।

তারই ধারাবাহিকতায় শনিবার ১৮ই জানুয়ারী সকালে উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়নের ফাতেম নগর গ্রামের রাজাবাড়ীস্থ শেখ মিরাজ পাঠাগারের উদ্যোগে স্থানীয় ছিন্নমূল, অসহায় গরিব শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় জননেতা, দুই দুইবারের সফল জননন্দিত মেয়র আলহাজ্ব এ.বি.এম.আনিছুজ্জামান আনিছ। ত্রিশাল পৌরসভার মেয়র হয়ে গ্রামের শীতার্ত মানুষের পাশে দাড়াঁনোর ফলে এলাকায় তার উপস্থিতিতে অত্র এলাকাবাসী তাকে অতি আনন্দের সহিত ফুলের শুভেচ্ছায় বরণ করেন এবং সকল দিকের সেবামূলক কাজে আরও বেশী অগ্রসর হতে পারেন সে লক্ষে মেয়রের সু-স্বাস্থ্য আগামীর সফলতা প্রত্যাশা করে দোয়া করেন।

পরে গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। হাড়কাপানো শীতে শীতের সম্বল মেয়রের দেওয়া কম্বল পেয়ে গ্রামের নিরীহ লোকজন মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকে মেয়র আনিছের প্রশংসা করেন।

এসময়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান,সহ-সভাপতি হুমায়ুন আহমেদসহ স্হানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!