Header Image

বর্তমান প্রজন্মরাই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়বে,,,,,, মেয়র আনিছ ত্রিশাল ।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয় নিয়ে আয়োজিত পৌরসভা পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ ইং এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনামোখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৯শে জানুয়ারী রবিবার সকাল ১০টায় পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্ভোধন শেষে পুরস্কার বিতরণ করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা,সাবেক উপজেলা যুবলীগের সভাপতি,
দুইবারের সফল মেয়র আলহাজ্ব এ.বি.এম.আনিছুজ্জামান (আনিছ) ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব এ.বি.এম.আনিছুজ্জামান (আনিছ) বলেন-
আজকের প্রজন্মরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদেরকে আগামী দিনের জন্য যোগ্য কারিগর হয়ে গড়ে উঠতে হলে সকল বিষয়ে মেধাবী হিসাবে তৈরী করতে হবে। তিনি বলেন- শুধু লেখা পড়া করে ভাল ছাত্র হলেই হবেনা,-তার সাথে ভালো খেলোয়ারও হতে হবে। সেজন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি
খেলাধূলা ও বিনোদনের প্রতিও মনোনিবেশ করতে হবে”।
প্রতিযোগিতার উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ।
উপজেলা সহকারী শিক্ষার অফিসার মোস্তাহেদা পারভীনের সভাপতিত্বে খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুনজুরা রহমান, উপজেলাপ্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাচ্ছু,সাধারণ সম্পাদক আব্দুল হাই, আজহারুল ইসলাম,নাছিমা পারভীন সহ স্থানীয় সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গরা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!