Header Image

ময়মনসিংহে বাল্যবিবাহের দায়ে জরিমানা।

 

আরিফ রববানীঃ

বাল্য বিবাহেরর কারণে মেয়েরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, শিশুরা শিক্ষা-স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষা বঞ্চিত হয়, মেয়েরা পারিবারিক সহিংসতার শিকার হয়, পরিণত বয়সে গর্ভধারণের ফলে মা ও শিশু উভয়েই মৃত্যু ঝকিতে থাকে, শিশুর ওজন কম ও অপুষ্ট হওয়াসহ বিভিন্ন ক্ষতি ও ঝুকির সম্মুখীন হতে হয়। তাই বাল্যবিবাহ নিরোধে হার্ডলাইনে সরকার। যেখান বাল্য বিবাহ সেখানেই অভিযানে প্রশাসনে। ময়মনসিংহ জেলা কে বাল্যবিবাহ মুক্ত করতে জিরোটলারেন্স নিয়ে কাজ প্রশাসন। চলছে নিয়মিত অভিযান। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ জনাব মোঃ মিজানুর রহমান স্যার এর নির্দেশনায় ১৯শে জানুয়ারী রবিবার ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই, জামতলি এলাকার বাল্যবিবাহের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫(৩) ধারা মোতাবেক মেয়ের বাবা কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ছেলের ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাল্যবিবাহ সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহের শিকার মেয়েকে রক্ষা করেন জেলা প্রশানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্তুুরা আমিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!