Header Image

অষ্টাধরে যত্ন প্রকল্পের আওতায় খানা ভিক্তিক তথ্য সংগ্রহ শীর্ষক ওরিয়েন্টশন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নে আইএসপিপি যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার, খানা ভিক্তিক তথ্য সংগ্রহ শীর্ষক ওরিয়েন্টশন প্রশিক্ষণ প্রদান করা হয়। ২১ জানুয়ারী মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হল রুমে উক্ত প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অথিথী হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক তারেক হাসান মুক্তা। এসময় ইউপি সচিব ও ইউপি সদস্যসহ ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর জনসাধারন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার আয়োজিত উক্ত সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নারীদেরকে তালিকাভুক্তি হওয়ার জন্য কাউকে টাকা দিতে নিষেধ করেন ইউপি চেয়ারম্যান তারেক হাসান মুক্তা ।

তিনি বলেন-গরীব-হতদরিদ্রের যেসব পরিবারে গর্ভবতী নারী শুন্য থেকে ২৪ মাস বয়সী শিশু অথবা দুই-চার বছর বয়সী শিশু রয়েছে তারাই হবেন যত্ন প্রকল্পের উপকারভোগী। উপকারভোগী গর্ভবতী হলে চারবার চেকআপের জন্য চার হাজার টাকা পাবেন। শিশু জন্ম নেওয়ার ২৪ মাস পর্যন্ত মাসিক মনোদৈহিক সেশনে অংশ নিয়ে মা ও শিশু ১ হাজার ৪০০ টাকা পাবেন। টানা তিন মাস সেশনে উপস্থিত থাকলে মা একটি বোনাস ভাতা পাবেন বলে জানান তিনি।

ইউনিয়নের চেয়ারম্যান তারেক হাসান মুক্তা প্রতিটি ইউপি সদস্যকে প্রতিটি গ্রাম ঘুরে প্রকৃত অতিদরিদ্র পরিবারে অন্তঃসত্ত্বা নারীদের নাম তালিকাভুক্ত করার জন্য আহবান জানান।

এছাড়া শিশুর বয়স পাঁচ বছর হওয়া পর্যন্ত প্রতি তিন মাস পর পর মনোদৈহিক সেশনে অংশ নেওয়ার জন্য পাবেন ৭০০ টাকা করে। এসব আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরনের জন্য মেম্বারদের বলেন তিনি ।

প্রকল্পের সুপারভাইজার বলেন, প্রকল্পটি চালু করার আগে প্রশিক্ষণের সময় স্বচ্ছতার বিষয়টি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলে দেওয়া হয়েছে। আশা করি এ বিষয়ে তাঁরা যত্নবান হবেন। আমাদের লোকজন উপকারভোগীর নাম অর্ন্তভুক্ত করে সার্ভারে আপলোড করবে। সেখান থেকে নামগুলো অন্য একটি সংস্থার কাছে পাঠানো হবে যাচাই করার জন্য। প্রতিটি নাম বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। তখন বিষয়টি ধরা পড়লে সচ্ছলদের নাম বাদ পড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!