
ষ্টাফ রিপোর্টারঃ
৮০ দশকের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভিপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য,বগুড়া-২আসনে প্রয়াত জাতীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর আদর্শের দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন কৃষিবিদ আব্দুল মান্নান স্মরণে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের আয়োজনে এক বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়।২২শে জানুয়ারী বুধবার বিকালে ময়মনসিংহ কালীবাড়ীস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এড.কবির উদ্দিন ভূইয়্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রয়াত এই সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নানের স্মরণে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রফিক,এড.বদর উদ্দীন আহমেদ, এড.পীযুষ কান্তি সরকার, যুগ্ম সম্পাদক এম এ কদ্দুস,দপ্তর সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু,মহিলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা,মহানগর মহিলা আওয়ামিলীগের সভাপতি শামীমাসহ জেলা আওয়ামিলীগ, ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও স্মরণ সভায় অন্যান্যদের মাঝে আওয়ামী লীগ, মৎস্য জীবিলীগ,বঙ্গবন্ধু সৈনিক লীগ,তাতীলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরু করার পুর্বে প্রয়াত আব্দুল মান্নানসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করে দাড়িয়ে১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে মরহুম আব্দুল মান্নান এমপিসহ আওয়ামী লীগের সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাতকামবা করে মোনাজাত করা হয়।