কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
দৈনিক জনকণ্ঠের সহ-সম্পাদক রেজা নওফেল হায়দারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাতে সাংবাদিক রেজা নওফেল হয়দার বাদি হয়ে রাজু তালুকদার (৪০) এবং সানি তালুকদার (২৯) এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে ।
মামলার বিবরনে জানাযায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের ছুরু তালুকদারের ছেলে রাজু তালুকদার চাকুরী দেবার কথা বলে একাধিক ব্যক্তির কাছথেকে মোটা অংকের অর্থবানিজ্য করে আসছিলো। একটি সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দৈনিক জনকন্ঠের সহ সম্পাদক রেজা নওফল হায়দার তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হবে জানতে পেরে তার উপর রাজু এবং সানি তালুকদার সহ ৮ থেকে ১০ জন এ হামলা চালিয়েছে। অপরদিকে রাজু তালুকদার ঐ সাংবাদিকের নামে একটি ৬০ হাজার টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর কলেন, জনকণ্ঠের সহ-সম্পাদক রেজা নওফেল হায়দার এবং রাজু তালুকদারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।