
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের সরকারী দপ্তরগুলোকে দুর্ণীতিমুক্ত, স্বচ্ছ, জনজনবান্ধব কার্যালয় হিসাবে পরিণত করার মাধ্যমে সাধারণ মানুষের সেবার উপযোগী করে তুলে সরকারের সুনাম ধরে রাখতে তারাকান্দা সাব-রেজিঃ অফিস,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারী অফিস পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক । ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার তিনি পরিদর্শনের অংশ হিসাবে সাব-রেজিঃ কার্যালয় পরিদর্শনে অফিসে পৌছলে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন ময়মনসিংহ তারাকান্দা সাব রেজিস্ট্রার ও অফিসের কর্মকর্তা কর্মচারীরা । এসময় তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের কাজের অগ্রগতি ও গুনগত মান যাচাই করাসহ বিভিন্ন শাখা পরিদর্শন করেন। তিনি সাব রেজিঃ অফিসে আগত বিভিন্ন সেবা গ্রহীতাদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমাধান করেন।