Header Image

প্রতিমন্ত্রীকে অস্ত্রের ভয় দেখানোয় যুবকের এক মাসের কারাদণ্ড।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের মুক্তাগাছা সংসদীয় আসন থেকে নির্বাচিত জনপ্রিয় এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২২শে জানুয়ারী বুধবার রাত প্রায় ১০ টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরায় প্রতিমন্ত্রীর নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সুত্র মতে, প্রতিমন্ত্রী তার উত্তরার বাসা থেকে বের হলে বাসার সামনে হঠাৎ অস্ত্র তাক করে মন্ত্রীর দিকে এগিয়ে আসেন এক যুবক। খুব কাছাকাছি আসার পর অস্ত্রের ভয়ে আঁতকে ওঠেন তিনি। তবে সেই সময় তার সঙ্গে থাকা স্ত্রীর সহযোগিতায় জাপটে ধরে যুবককে আটকে ফেলেন প্রতিমন্ত্রী। পরে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ওই যুবককে গ্রেফতার করার পর সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের ম্যাজিস্ট্রেট যুবককে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাসার সামনে নামলে ওই যুবক খেলনা পিস্তল নিয়ে আমার দিকে ধেয়ে আসে। তখন তাকে জাপটে ধরি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ বলেন, ‘প্রতিমন্ত্রীকে অস্ত্র নিয়ে ভয় দেখানোয় ওই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!