Header Image

ময়মনসিংহে জনস্বার্থে জেলা প্রশাসকে নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায়
ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর সার্বিক তত্ত্বাবধানে জনস্বার্থে বিভিন্ন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত চলছে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় এই অভিযান।ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে ২২ জানুয়ারী, বুধবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মলিহা খানমের নেতৃত্বে ময়মনসিংহ শহরের সানকিপাড়া বাজার ও কলেজ রোড এলাকার বেশ কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট, ফলের দোকান এবং কনফেশনারীতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবহৃত কাগজের তৈরী ঠোঙ্গা, মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চিড়া ও মুড়ির মোয়া, এনার্জি ড্রিংকস (কারেন্ট), কোমল পানীয় ও জুস জব্দ করে ধ্বংস করা হয় এবং এসব অপরাধের জন্যে দুইটি খাদ্য প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক যথাক্রমে ৩,০০০/- টাকা ও ২,০০০/- টাকা করে মোট ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মাহবুব হোসেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন অফিস সহকারী শেখ আরিফ আহমেদ জনি এবং পুলিশ বিভাগের সদস্যবৃন্দ।

অপরদিকে ময়মনসিংহের কাঠগোলা বাজার ও খাগডহর বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দুই জনকে সাত দিনের জেল ও নয় জনকে মোট ২৬০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় তিন কেজি পলিথিন জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!