Header Image

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বানে প্যানেলকে বিজয়ী করতে এড,সবুজের ব্যাপক প্রচারণা।

রাকিবুল হাসান ফরহাদঃ   

ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি ভবন থকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিজ্ঞ আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ যাতায়াত সু-ব্যবস্থা নিশ্চিত করা ও ভবনে একাধিক নতুন লিফট স্থাপন, আমলী আদালত সমূহের এজলাস পুর্ণ বিন্যাস, আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন,ওকালত নামা,জামিন নামা,হাজিরা,রিকলসহ বিভিন্ন ফরম বিক্রয়ের হিসাব ও সমিতির সকল কার্যক্রম ডিজিটালাইজকরণ, নবীন আইনজীবীদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধি,আইনজীবীদের কল্যাণ তহবিলের সিলিং ও স্থায়ী আমানতের টাকা বৃদ্ধি,কল্যাণ ফান্ড সহ সমিতি যাবতীয় আয়-ব্যায় এর হিসাব যথাযথভাবে নিরীক্ষা ও সংরক্ষণ সমিতির সংবিধান আধুনিক ও যুগ উপযোগী এবং সকল প্রকার দুর্ণীতি, অনিয়ম ও অসঙ্গতি দূরীকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলার স্বাধীন আইন ব্যবস্থার দৃঢ প্রত্যয় নিয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনে এড,বিকাচ চন্দ্র রায়-এড,আল হোসাইন তাজ পরিষদের সহসম্পাদক পদে ভোট যুদ্ধে নেমেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী, গরীব,দুঃস্থ মানুষের আইনী লড়াইয়ের বিজ্ঞ আইনজীবী এড,মোহাম্মদ জিয়াউল হক সবুজ। জেলা আইনজীবী সমিতির সকল-অন্যায় দুর্ণীতি কঠোর হস্তে দমনের মাধ্যমে আইনজীবীদের ন্যায্য দাবী বাস্তবায়নে সহোযোগিতার লক্ষে সহ -সম্পাদক পদে নিজের বিজয় ধরে রাখাসহ প্যানেলের সকল প্রার্থীদের বিজয়ের লক্ষে আইনজীবীদের মাঝে ভোট প্রত্যাশায় লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করে যাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!