রাকিবুল হাসান ফরহাদঃ
ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি ভবন থকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিজ্ঞ আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ যাতায়াত সু-ব্যবস্থা নিশ্চিত করা ও ভবনে একাধিক নতুন লিফট স্থাপন, আমলী আদালত সমূহের এজলাস পুর্ণ বিন্যাস, আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন,ওকালত নামা,জামিন নামা,হাজিরা,রিকলসহ বিভিন্ন ফরম বিক্রয়ের হিসাব ও সমিতির সকল কার্যক্রম ডিজিটালাইজকরণ, নবীন আইনজীবীদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধি,আইনজীবীদের কল্যাণ তহবিলের সিলিং ও স্থায়ী আমানতের টাকা বৃদ্ধি,কল্যাণ ফান্ড সহ সমিতি যাবতীয় আয়-ব্যায় এর হিসাব যথাযথভাবে নিরীক্ষা ও সংরক্ষণ সমিতির সংবিধান আধুনিক ও যুগ উপযোগী এবং সকল প্রকার দুর্ণীতি, অনিয়ম ও অসঙ্গতি দূরীকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলার স্বাধীন আইন ব্যবস্থার দৃঢ প্রত্যয় নিয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনে এড,বিকাচ চন্দ্র রায়-এড,আল হোসাইন তাজ পরিষদের সহসম্পাদক পদে ভোট যুদ্ধে নেমেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী, গরীব,দুঃস্থ মানুষের আইনী লড়াইয়ের বিজ্ঞ আইনজীবী এড,মোহাম্মদ জিয়াউল হক সবুজ। জেলা আইনজীবী সমিতির সকল-অন্যায় দুর্ণীতি কঠোর হস্তে দমনের মাধ্যমে আইনজীবীদের ন্যায্য দাবী বাস্তবায়নে সহোযোগিতার লক্ষে সহ -সম্পাদক পদে নিজের বিজয় ধরে রাখাসহ প্যানেলের সকল প্রার্থীদের বিজয়ের লক্ষে আইনজীবীদের মাঝে ভোট প্রত্যাশায় লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করে যাচ্ছেন তিনি।