মোঃ মাসুদ মিয়া, ত্রিশাল প্রতিনিধি :
ময়মনসিংহ ত্রিশালের দরিরামপুর ফিসারী রোড সংলগ্ন নিখোঁজের ৫দিন পর বিরাজ মিয়ার ফিসারী হতে
আশরাফুল ইসলাম সিয়াম (২২) এর মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল থানা সূত্রে জানাযায়, আশরাফুল ইসলাম সিয়াম (২২) দরিরামপুর ৮নং ওয়ার্ডের বাসিন্দা আক্কাছ
আলীর ছেলে। আজ রবিবার বেলা ১১ টার সময় সরকারী ফিসারী সংলগ্ন বিরাজ মিয়ার ফিসারী হতে
আশরাফুল ইসলাম সিয়াম (২২) এর মৃত দেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। গত ২১ জানুয়ারী হতে
আশরাফুল ইসলাম সিয়াম নিখোঁজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।