Header Image

ময়মনসিংহে হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন।

 

আরিফ রববানীঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ময়মনসিংহের কৃতি সন্তান,মুক্তাগাছা সংসদীয় আসন থেকে নির্বাচিত সফল সদস্য আলহাজ্ব কে এম খালিদ তার শিক্ষা জীবনের শৈশবের স্মৃতিচারণ করে বলেন- হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয় আমার ছোটবেলার চারণভূমি ছিল। তখনকার পরিবেশ এমন ছিলনা, ছাত্র/ছাত্রী কম থাকলেও পরিবেশ অত্যন্ত ভাল ছিল। সেই সময়ের ছাত্রছাত্রীরা আজ অনেকে প্রতিষ্ঠিত, এই স্কুলের ভবনের সমস্যা রয়েছে, আমি এখানে একটি নতুন একাডেমীক ভবন তৈরী করার জন্য চেষ্ঠা করবো। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাল করে লেখাপড়া করতে হবে, আমরা চাই হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয় একটি আর্দশ বিদ্যালয়ে পরিণত হউক । আজ আমরা এই স্কুলের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসেছি। একদিন তোমরাই এই স্কুলের শতবর্ষ পালন করবে।

তিনি ২৫ জানুয়ারী শনিবার সকালে ময়মনসিংহের হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি শরীফুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম মোহাম্মদ আজাদের সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যাদের মাঝে বক্তব্য রাখেন- ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মহিউদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মো. জাকির হোসেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. আসাদুজ্জামান বাবু, কাউন্সিলর গোলাম রফিক দুদু, কাউন্সিলর সেলিনা আক্তার প্রমুখ ।
এদিকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ৫০বছর পুর্তি ও পুনর্মিলনীকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসব ও আনন্দমোখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!