ময়মনসিংহের ত্রিশালে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে।
প্রতি বছরের মতো বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি,
প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতাসহ দিনভর নানা
আয়োজনে সাজানো হয়েছিল এবারের পূজা উৎসব।
সকাল সাড়ে ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-
চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় পূজা মÐপ পরিদর্শন
করেন। সেখানে তিনি উপস্থিত ভক্ত-অনুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের সাথে
শুভেচ্ছা বিনিময় করেন।
আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের সরস্বতী পূজা ও মুজিব বর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যার দেবী সরস্বতীর
প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি
তাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন
দর্শনের কথা বলে, সব মানুষ এক। তাই বিদ্যা দেবীর কাছে আমার প্রার্থনা আমাদের
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করবেন। ভাইস-
চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজার সার্বিক সাফল্য
কামনা করেন।
কেন্দ্রীয় পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় শেষে ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাস ও হল প্রাঙ্গণে
আয়োজিত সমস্ত পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। মন্ডপগুলোতে উপস্থিত শিক্ষার্থী ও
দর্শনার্থীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. বিজয় ভূষণ দাস,
সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, তন্বী সাহা, চারুকলা বিভাগের সহকারী
অধ্যাপক তপন কুমার সরকার, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী
অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকামÐলী,
কর্মকর্তা-কর্মচারীগণ।