ষ্টাফ রিপোর্টারঃ
২০২০ সাল মুজিববর্ষ” এবং ‘‘আমার গ্রাম আমার শহর” মূলসুরকে কেন্দ্র করে ভালুকা উপজেলার ৪৫ টি গ্রাম কে নিরাপদ, শিশু বান্ধব ও সমৃদ্ধ আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গঠিত ৪৫ টি গ্রাম উন্নয়ন কমিটি এর মধ্যে এ সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভালুকা এপি, উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২৮শে জানুয়ারী মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমঝোতা স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর মি. ফ্রেডরিক জন উইটিভিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ডেভেল পমেন্ট ও কোয়ালিটি অ্যাসিওরেন্স ডাইরেক্টর মি. চন্দন জেড. গমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত ফিল্ড ডাইরেক্টর মি. প্রকাশ চাম্বু গং, ময়মনসিংহ এপিসি ম্যানেজার রাজু রৌজারিও, ভালুকা এপি ম্যানেজার সজল আই. গমেজ, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যার এস এম আকরাম হোসাইন, রাজৈ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশাসহ ৪৫ টি গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিগণ।