ইসমাঈল হোসেন সোহাগঃ
লামা থানা পরিদর্শন করেছেন বান্দরবান জেলার নবাগত পুলিশ সুপার বেগম জেরিন আক্তার।বান্দরবান জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহনের পরবর্তী শনিবার দুপুর ২টার দিকে তিনি লামা থানা পরিদর্শনে আসেন। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা পুলিশ সুপারকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।পরে পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর জেলা পুলিশ সুপার (এসপি) বেগম জেরিন আক্তার মহোদয় লামা থানার বিভিন্ন মামলা সহ গুরুত্ব বিষয়ে থানার অফিসারদের সাথে আলোচনা করেন।পরিদর্শন কালে পুলিশ সুপার লামা থানার নবনির্মিত ভবন ঘুরে দেখেন।তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সকল প্রকারের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে কঠোর ভাবে নির্দেশনা দেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলার সম্মানিত এডিশনাল এসপি প্রশাসন,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ কামরুজ্জামান,সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ এসআই (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ শফিউল্লাহ,ফাইতং পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ এসআই (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ নজরুল ইসলাম সহ থানার বিভিন্ন অফিসার বৃন্দ’রা উপস্থিত ছিলেন