আরিফ রববানীঃ
ঢাকা- ময়মনসিংহ রুটে বিরতিহীন আন্ত: নগর ট্রেন
সার্ভিস চালুর দাবীতে জাগ্রত- ময়মনসিংহের ডাকে ২রাজানুয়ারী রবিবার বেলা ১২ টায় শহরের শহীদ ফিরোজ- জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধনে ময়মনসিংহ বাসীর বৃহত্তর স্বার্থে সকল পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা অংশ গ্রহন করেন।
জাগ্রত ময়মনসিংহের স্বমন্বয়ক আনিসুর রহমান, আমানুল ইসলাম জলিল, আব্দুল মোতালেব বিএসসি,সুমন ঘোষ,রনি রাসেলসহ সংগঠনের সকল সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে এবং মানববন্ধনের সভাপতি আব্দুল মোতালেব বিএসসির সভাপতিত্বে ও সুমন ঘোষের সঞ্চালনায় মানব বন্ধনে দাবীর সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন- জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী, আজাদ জাহান শামীম, মহানগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আনোরুল হক রিপন,
মহানগর মহিলা আওয়ামিলীগের সহ-সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন,সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, কাউন্সিলর রোকেয়া খাতুন প্রমুখ।এছাড়াও জাগত ময়মনসিংহের সদস্য লীনা আক্তার,আরিফ রববানীসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।