Header Image

ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবি

মোঃ মাসুদ মিয়া, ত্রিশাল প্রতিনিধি :
বহুল প্রত্যাশিত ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সরকারি
ঘোষণা দ্রæত বাস্তবায়নের দাবি উঠেছে ত্রিশালে ।
ইতিহাস-ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য, শিল্প-অর্থনীতি, কৃষিসহ সব দিক থেকে এগিয়ে ত্রিশাল। ফোরলেন
মহাসড◌়ক হওয◌়ার পর নতুন শিল্পোদ্যোক্তারাও এখানে শিল্প স্থাপনে এগিয়ে আসছেন। অর্থনৈতিক অঞ্চলও
হচ্ছে। ফলে ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা আরও বাড◌়ছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে
বাণিজ্যিক বিমানসেবা চালু করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করা জরুরি বলে মনে করছেন
সকল শ্রেণি পেশার মানুষ। বিদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও রপ্তানিকারকেরাও ত্রিশাল হয়ে অষ্টম
বিভাগ ময◌়মনসিংহে আসতে চান। বিদেশি ব্যবসায◌়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তা এলে ত্রিশাল আরো
অর্থনৈতিক অঞ্চলে রুপান্তরিত হবে ।
ময◌়মনসিংহে হোটেল-মোটেল ব্যবসায◌়ী ও পুলিশের তথ্য অনুযায◌়ী, শিক্ষানগরী হিসাবে খ্যাত
ময◌়মনসিংহে হাজার হাজার বিদেশি ও পর্যটক ত্রিশাল হয়ে ময◌়মনসিংহ আসেন। জাতীয◌় কবি কাজি
নজরুল ইসলামের স্মৃতি বিজড◌ি়ত ত্রিশালে কবির নামে বিশ্ববিদ্যালয◌়সহ দর্শনীয◌় ও ধর্মীয◌়
একাধিক ঐতিহাসিক স্থাপনা রয◌ে়ছে। ছোট-বড◌় অনেক শিল্প-কারখানা রয◌ে়ছে। আন্তর্জাতিক
বিমানবন্দর চালুর মতো সব ধরনের অনুকূল পরিবেশ ত্রিশালে বিদ্যমান।
ত্রিশালের উপজেলা আওয◌়ামীলীগ নেতা ইকবাল হোসেন বলেন, বিশ্বে বাংলাদেশকে বিমান চলাচলের ক্ষেত্রে
প্রাচ্য ও পাশ্চাত্যের হাব হিসেবে গড়ে তোলাসহ প্রতিবেশী দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ
ব্যবস্থার অধিকতর উন্নয়নের লক্ষ্যে ঢাকার আশপাশে সর্বাধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর
নির্মাণের পরিকল্পনা আমাদের সরকারের। ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনে
ত্রিশালবাসী ঐক্যবন্ধ আছেন ।
ত্রিশাল পৌরসভার মেয◌়র এবিএম আনিছুজ্জামান বলেন, ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর
নির্মাণ হলে এই এলাকার অনেক উন্নয◌়ন হবে। এছাড◌়া সারাদেশের মানুষ উপকৃত হবেন।
ত্রিশাল উপজেলা পরিষদের চেয◌়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার বলেন, ময◌়মনসিংহের প্রাণকেন্দ্র
ত্রিশাল । এখানে বিদেশি পর্যটকেরা আসতে চান। বিমান সেবা চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরো
উন্নত হবে। তখন মানুষ সহজে ত্রিশাল তথা ময◌়মনসিংহ আসতে পারবে। তাছাড◌়া ত্রিশালের সীমান্ত
এলাকা ময◌়মনসিংহ ।
ময◌়মনসিংহ-৭ ত্রিশাল আসনের এমপি ও ধর্ম বিষয◌়ক মন্ত্রণালয◌় সম্পর্কিত সংসদীয◌় স্থায◌়ী কমিটির
সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী বলেন, ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা
হলে ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার দুয◌়ার আরও বিস্তৃত হবে। খুলে যাবে এখানে যোগাযোগ, পরিবেশ,
পাইপলাইনে গ্যাসসহ নানা কারণে শিল্পের অনুকূল পরিবেশ বিরাজমান আছে। শুধু বিমানযোগাযোগ
সুবিধা না থাকায◌় বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না।
স্থানীয◌় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সকল শ্রেণিপেশার মানুষও
ত্রিশালে বিমানবন্দর নির্মাণের জন্য উৎসাহ দিচ্ছেন। জনগণকে আরও সম্পৃক্ত করে জোরালোভাবে একত্রিত
হয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি, যতদ্রæত সম্ভব ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন
করা হোক। ত্রিশালে বিমানবন্দর স্থাপন হলে সরকারের প্রতি মানুষের আস্থাও বাড◌়বে অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!